২৭ নভেম্বর, ২০২১ ২১:২৫

অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগ

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রহমত উল্লাহ নামে এক স্কুল শিক্ষককে চলন্ত বাস থেকে ধাক্কা দেয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার কোতোয়ালী থানার পুরাতন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সিএমপি’র কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘স্কুল শিক্ষককে ফেলে দেয়ার ঘটনায় একটি বাস জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। ’

জানা যায়, অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে পিটিআই’ এ আসা যাওয়া পথে বাস হেলপার অতিরিক্ত ভাড়া দাবি করে। এর প্রতিবাদ করেন স্কুল শিক্ষক রহমত উল্লাহ। এ নিয়ে চালক ও হেলপারের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলপার ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয় ওই শিক্ষককে। তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর