চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন আফিয়া বেগম (৪৮) নামে এক বৃদ্ধা।
শুক্রবার বিকাল ৩টায় ষোলশহর স্টেশন থেকে শাটল ট্রেনটি ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ওই এলাকার দিনমজুর মো. রাকিব বলেন, ‘ষোলশহর জংশনের মসজিদের সামনের জায়গায় রেল লাইনে এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখে আমি ও আমার বন্ধুরা মিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে নিয়ে যাই। পরে ওনার দুই পায়ে কাটা হয়।’
ষোলশহর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, ষোলশহর স্টেশনের রেল লাইন পারাপারের সময় এক বৃদ্ধার পা কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন