বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন ঘিরে সোসাইটির সদস্য ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। এই নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ না হলেও স্ব স্ব প্রার্থীরা ভোটারদের নানা কৌশলে আয়ত্বে আনার চেষ্টা করছেন। তবে সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরেই প্যানেল নির্ধারণ হতে পারে। তাছাড়া আজ রবিবার প্রার্থীতা প্রত্যাহারের দিনে সভাপতি প্রার্থী থেকে আবু তৈয়ব পাটোয়ারী প্রত্যাহার করেছেন।
রেলওয়ে এমপ্লয়ীজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মিন্টু বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচনের প্রস্তুতি চলছে। আজ রবিবার প্রত্যাহারের তারিখ ছিল। সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। তবে সকালেই প্রতীক বরাদ্দের পর নিয়মতান্ত্রিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন বলে জানান তিনি।
চট্টগ্রাম জেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন আগামী ১২ জানুয়ারী অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এখনও প্রতীক বরাদ্দ না হলেও নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এখানে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পরিচালক পদে ২১ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। এছাড়া রেলওয়েসহ ভোটার উপস্থিতি আছেন এমন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রার্থীরা কৌশলে উপস্থিত হচ্ছেন। এতে ভোটারদের মন জয় করার চেষ্টাও চলছে। তাছাড়া প্রার্থীদের সমর্থকরাও কাজ করছেন নানাভাবে। চলছে স্ব স্ব প্রার্থীদের ফেইসবুক প্রচারণাও। সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরই চূড়ান্ত প্রার্থী প্যানেল হবে।
বিডি প্রতিদিন/হিমেল