পুলিশের সঙ্গে চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ মোট ৭৫ জনকে কোতোয়ালি থানার মামলায় আসামি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে মামলাটি করা হয়।
জানা গেছে, বুধবার নগরের প্রেস ক্লাব এলাকায় ১০০ জনের একটি মানববন্ধন করার মৌখিক অনুমতি নেয় মহানগর বিএনপি। কিন্তু তাদের মিছিলে হঠাৎ লোকসমাগম বেড়ে যায়। এতে প্রেস ক্লাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিএনপি নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দিতে বলা হলে তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এসময় ঘটনাস্থলে পুলিশ অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে। আটক ৪৯ জনসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন গণমাধ্যমকে এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের ওপর হামলা ও জানমালের ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্ট ধারায় ৭৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারদের বৃহস্পতিবার প্রেরণ করা হচ্ছে আদালতে।
বিডি-প্রতিদিন/শফিক