চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৩৭ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ১১ লাখ টাকা। তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্পের মনোরঞ্জন ধরের স্ত্রী ভারতী ধর (৩৫) ও রামু চা বাগান এলাকার নিমাই ধরের স্ত্রী পটরানী ধর (৪০)।
আজ বৃহস্পতিবার এটি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
তিনি বলেন, মাদক বিক্রেতারা একটি বাসযোগে মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার খবর পেয়ে বুধবার গভীর রাতে বড় দারোগারহাট এলাকায় গাড়ি তল্লাশি করা হয়। একটি যাত্রীবাহী বাসে যাত্রীদের দেহ তল্লাশি করার সময় দুই নারী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর