চট্টগ্রাম নগরের বন্দরের ইস্পাহানি ২ নম্বর জেটি গেট ফকিরহাট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় তুষার রক্ষিত (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষার পটিয়ার হাবিলাসদ্বীপ গ্রামের সুধীর কুমার রক্ষিতের ছেলে।
জানা যায়, সকালে অফিসে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সহকর্মীরা এসে তাকে উদ্ধার করে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, কাভার্ড ভ্যান জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম