২৯ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৫৭

হালদায় অভিযানে দেড় হাজার মিটার ঘেরা জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

হালদায় অভিযানে দেড় হাজার মিটার ঘেরা জাল জব্দ

ফাইল ছবি

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। বুধবার রাতে গোপন সংবাদে অভিযান পরিচালনা করে এ জালগুলো উদ্ধার করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান পরিচারিত হয়। হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ছত্তারঘাট এলাকা থেকে অভিযান শুরু করে গুমানমর্দ্দন ইউনিয়নের পেশকার হাট এলাকা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, অভিযান পরিচালনা করে দেড় হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। ইতোমধ্যে অভিযান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের তৎপরতায় হালদা নদীতে জালের পরিমাণ  কিছুটা কমছে। আশা করছি, সবাই সচেতন হলে জালের পরিমাণ শূন্যের কোটায় নেমে আসবে। যা মা মাছ ও ডলফিনের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর