পঙ্গু সেজে ইয়াবা পাচারের সময় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই যুবকের নজরুল ইসলাম আরাফাত। অভিযানে তার কাছ থেকে ১৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। সোমবার রাতে জেলার মীরসরাই থানাধীন হাদিফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আরাফাত নোয়াখালী জেলার সোনাইমুরি এলাকার আবুল কাশেমের ছেলে।
মীরসরাই থানার ওসি (তদন্ত) ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতার হওয়া যুবক পঙ্গু সেজে ক্রাচ করে ইয়াবার চালান নিয়ে মীরসরাইয়ের এক মাদক ব্যবসায়ীর কাছে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি বলেন, গ্রেফতার হওয়া আরাফাত একজন পেশাদার মাদক পাচারকারী। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে নানান ছদ্মবেশে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন জায়গায় পাচার করে। এর আগে মাদক সহ পাঁচবার গ্রেফতার হন তিনি। প্রত্যেক বারই জামিনে বের হয়ে ফের মাদক পাচারে সংম্পৃক্ত হন।
বিডি প্রতিদিন/এএম