চট্টগ্রাম গত ২৪ ঘন্টায় কারো দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। দুই মাস ২৫ দিন পর চট্টগ্রামে শনাক্তের হার নেমে এসেছে শূন্যের কোটায়। শনিবার এ তথ্য নিশ্চিত করে সভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। তিনি বলেন, বিগত ২৪ ঘন্টায় ৭টি ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।
জানা যায়, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার ৪১৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
বিডি প্রতিদিন/এএম