চট্টগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন। শনিবার রাতে জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহফুজ রহমান বলেন, গত ৩০ জুলাই হাটহাজারীর মেখল এলাকায় ভাড়া বাসায় খুন হন গৃহবধূ লাকি আকতার। খুনের পর থেকে মোজাম্মেল পলাতক ছিল। শনিবার রাতে তাকে ভাটিয়ারী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞসাবাদে মোজাম্মেল বলেন- দুই বছর আগে প্রেম করে পালিয়ে বিয়ে করেন লাকি ও মোজাম্মেল। বিয়ের কিছু দিনের মধ্যেই তাদের মধ্যে মত পার্থক্য দেখা দেয়। এক পর্যায়ে লাকি বাপের বাড়ি চলে যায়। পরে আপোষ করে তাকে ভাড়া বাসায় নিয়ে আসেন। নিয়ে আসার দুই দিনের মাথায় তাকে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/এএম