চট্টগ্রামে শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ হাসানকে খুনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন- মো আলাউদ্দিন এবং শাকিল আহমেদ। শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, লাশ উদ্ধারের পর তদন্ত শুরু করে পিবিআই। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামীদের চিহ্নিত করা হয়। লাশের পরিচয়ও নিশ্চিত হয়। পরে নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের সাথে সংস্পৃক্ততার কথা স্বীকার করেন।
প্রঙ্গত, গত ৯ নভেম্বর কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়ন থেকে হাসানের লাশ উদ্ধার করে পুলিশ। পরে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানার মামলা দায়ের হয়। মামলার পরপরই পিবিআই চট্টগ্রাম মেট্রো ঘটনার তদন্ত শুরু করে।
বিডি প্রতিদিন/এএম