চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি স্কুলে অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে চারটি কিরিচ, তিন দা এবং এসএস পাইপ। শনিবার রাতে উপজেলার কথাকলি উচ্চ বিদ্যালয় থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্কুলের একটি রুমের সিলিং থেকে দেশীয় তৈরি অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার কিংবা আটক করা যায়নি। কারা অস্ত্রগুলো মজুদ করেছে সেটা তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম