কোস্টগার্ড পূর্বজোন অভিযান চালিয়ে একটি ডিঙি নৌকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। শুক্রবার গভীর রাতে নাফ নদীতে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে অভিযান চালানো হয়। অভিযানে মানবহীন একটি ডিঙি নৌকা থেকে ৯ হাজার ৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম