চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরা এলাকা থেকে ৯৩ হাজার ৪শ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। আব্দুর রহিম উপজেলার বদলপুরা এলাকার মো. ইলিয়াসের ছেলে।
র্যাব-৭ জানায়, বৈরাগ এলাকার একটি বাসায় ইয়াবা মজুদের খবর পেয়ে রবিবার অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। এসময় তার খাটের নিচে দুটি বস্তায় বিশেষ কৌশলে লুকানো ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আবদুর রহিম দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নগরসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করতো।
বিডি প্রতিদিন/এএম