চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে প্রতিপক্ষের হামলায় আহত আবু জাহেদ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নগরীর মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়। জাহেদ স্থানীয় সাহাব মিয়ার ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান বলেন, প্রতিপক্ষের হামলায় এক কৃষক আহত হয়েছেন এবং এ ঘটনায় মামলাও হয়েছে। মারা গেছে বলে শুনেছি, তবে এখনো অফিসিয়াল কনফার্ম হতে পারিনি।
এ ঘটনায় গত শনিবার নিহতের স্ত্রী বাদী হয়ে মোহাম্মদ হারুন, ওমর ফারুক, জাহেদ ও রায়হানকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
বিডি প্রতিদিন/এএম