দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রার্থী পরিচিতি সভা করে এ তালিকা প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
চূড়ান্ত প্রার্থী তালিকায় চট্টগ্রাম-১ (মিরসরাই) মাওলানা আব্দুল মান্নান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অ্যাডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আব্দুর রহিম আজাদ, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) মাওলানা মোজাম্মেল হোসাইন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, চট্টগ্রাম-৬ (রাউজান) সম জাফর উল্লাহ, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আহমদ রেজা, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) অধ্যক্ষ আল্লামা এসএম ফরিদ উদ্দীন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) মাওলানা ওয়াহেদ মুরাদ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) মাওলানা মাসুদ করিম চৌধুরী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, চট্টগ্রাম-১২ (পটিয়া) মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) স.ম হামেদ হোসাইন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) মাওলানা আবুল হোসেন কালিয়াইশী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আল্লামা নাছেরুল হক চিশতী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মাওলানা আব্দুল মালেক আশরাফি।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। এখন সময় এসেছে ইসিকে নিজের সাংবিধানিক ক্ষমতার পূর্নমাত্রার প্রয়োগের। এর মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করতে হবে। এখন দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একইভাবে নির্বাচন বানচালের মত যেকোনো ষড়যন্ত্রও রুখে দিতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল