চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। রবিবার দুপুরে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে মেয়রের বহরের সামনে থাকা পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মেয়রকে বহনকারী গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে মেয়র ও গাড়ির অন্য যাত্রীদের কেউ আহত হননি।
মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী বলেন, মেয়র বহদ্দারহাটের বাসা থেকে টাইগারপাসের অফিসে যাওয়ার পথে ফ্লাইওভারের সিঅ্যান্ডবি কলোনি এলাকায় হঠাৎ করে গাড়িবহরের সামনে একটি অটোরিকশা চলে আসে। এতে বহরের সামনে থাকা পুলিশের গাড়ি তাৎক্ষণিকভাবে ব্রেক করে। পুলিশের গাড়িটি তাৎক্ষণিক থেমে গেলেও মেয়রের গাড়ি তা পারেনি। ফলে পুলিশের গাড়ির সঙ্গে মেয়রের গাড়ি ধাক্কা লাগে। মেয়রের গাড়ির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মেয়রের কিছু হয়নি। এ সময় মেয়র ক্ষতিগ্রস্ত গাড়ি রেখে অন্য একটি গাড়ি করে নিজ কার্যালয়ে যান।
বিডি প্রতিদিন/হিমেল