চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবছার উদ্দিনকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আবছার উদ্দিন একই উপজেলার সদর ইউনিয়নের সাতগড়িয়াপাড়া এলাকার বাসিন্দা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আবছার উদ্দিনকে চুনতি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ