চট্টগ্রামে ফৌজদারহাট এলাকায় কাভার্ডভ্যান থেকে মালামাল চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পিবিআই চট্টগ্রাম। এরা হলেন, জাকির হোসেন, নুর মুহাম্মদ তাসফিন, নাঈম উদ্দীন নয়ন ও শেখ মোঃ আবু মুছা পাবেল।
এর মধ্যে জাকির হোসেনের স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজতে থাকা চুরি করা কালো রংয়ের ৩-২৫-১৬ সাইজের ৮৯ টি টায়ার, কালো রংয়ের ২-৭৫-১৪ সাইজের ৯৫টি টায়ারসহ মোট ১৮৪টি ছোট ও বড় সাইজের টায়ার উদ্ধার করা হয়। গত ১৫ ও ১৭ ডিসেম্বর পৃথক অভিযানে চট্টগ্রাম নগরীর কদমতলীসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম জেলার এসআই শাহাদাত হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিশেষ কায়দায় সিলগালা অক্ষত রেখে মালামাল পরিবহনকারী কাভার্ডভ্যান থেকে মালামাল চুরি করে গোপন স্থানে লুকিয়ে রাখে। এরপর চোরাইকৃত মালামাল নিজেদের দাবি করে জাল জালিয়াতির মাধ্যমে ক্যাশ মেমো প্রস্তুত করে তা খোলা বাজারে বিক্রি করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল