চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা দেলোয়ার হোসেন দুলালকে আটক করে পুলিশে দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।
সোমবার এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন দুলাল চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের অর্থনীতি বিভাগের সভাপতি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সোমবার রাতে চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকা থেকে ছাত্রলীগ নেতা দুলালকে আটক করে খবর দেয় শিক্ষার্থীরা। পরে তাকে আটক করে থানায় আনা হয়। মঙ্গলবার তাকে চট্টগ্রাম কলেজকেন্দ্রীক একটি মারামারির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই