দলীয় পদ-পদবি হারানো চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র তিন নেতা ফিরে পেয়েছেন দলীয় সদস্য পদ। তারা হলেন- দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে তিন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেয়া হয়।
সদস্যপদ ফিরে পাওয়ার কথা স্বীকার করে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘আবেদনের প্রেক্ষিতে আমাদের তিনজনের সদস্য পদ ফিরিয়ে দিয়েছে দলের হাইকমান্ড। বুধবার চিটি হাতে পেয়েছি। এখন থেকে পুরোদমে সক্রিয় হবো রাজনীতিতে।’
চিঠিতে উল্লেখ করা হয়- ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ আপনার সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে নির্দেশক্রমে আপনার স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।
বিডি-প্রতিদিন/বাজিত