চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ বুধবার খ্রিস্টানদের মধ্যে ছিলো উৎসবের আমেজ। দিনভর গির্জা, ধর্মীয় উপাসনালয় ও বাসাবাড়িতে নানা আয়োজনে দিবসটি পালন করেন তারা।
বড়দিন উপলক্ষে বুধবার সকাল থেকে শুরু হয় প্রার্থনা ও আনুষ্ঠানিকতা। চট্টগ্রামের পাথরঘাটায় ঐতিহ্যবাহী ‘জপমালা রানী’ গির্জায় সমবেত প্রার্থনা ও ধর্মীয় সঙ্গীদের আয়োজন করা হয়। নগর ও নগরের বাইরে বিভিন্ন এলাকা থেকে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা প্রার্থনায় যোগ দেন। এসময় গির্জার প্রধান পুরোহিত রিগ্যান ক্ল্যাম্যান ডি কশুস্তা বিশদ আলোচনা করেন। দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য সমবেত প্রার্থনা করা হয়।
এছাড়াও বড়দিন উপলক্ষে নগরীর গির্জাগুলোর ভেতরে বাহিরে গোশালা, ক্রিসমাস ট্রিসহ নানা সাজসজ্জায় রাঙ্গিয়ে তোলা হয়। বাসাবাড়িতেও চলে নানা আনন্দ উৎসব। অনেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে যান। নগরীর পাঁচতারকা হোটেলগুলোও নানা সাজে সজ্জিত করে তোলা হয়। দেওয়া হয় বিশেষ ছাড়।
বিডি প্রতিদিন/এমএস