চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দরজার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণ লুট করেছে সংঘবদ্ধ চোরের দল। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার পৌর সদরের ফারুকীয়া মাদ্রাসার পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক নুরুল আফছার বলেন, ঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। পুরো ভবন সিসি ক্যামেরা লাগানো আছে। ৪ বছর এই বাসায় কখনো এত বড় চুরির ঘটনা ঘটেনি।
মিরসরাই থানার ওসি আতিক রহমান বলেন, স্বর্ণ চুরির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে চোরের দলকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আশিক