বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সংস্কার কোনো নতুন ধারা নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে। সংস্কারের ধারা চলতে থাকবে। কিন্তু সংস্কারের জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। শনিবার নগরীর চকবাজার ডিসি রোড এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। দেশে আজ সংকট বেড়েই চলেছে। সবচেয়ে বড় সংকট সাধারণ মানুষের। সব কিছুর দাম এমনভাবে বেড়েছে, সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। দেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে। একটি নির্বাচিত সরকার থাকলে এই সমস্যা অনেক কমে যাবে। কারণ, নির্বাচিত সরকারের শক্তিটা অন্যরকম। জনগণ তার পেছনে থাকে।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা সৈয়দ আমিন মাহমুদ, অধ্যক্ষ খোরশেদ আলম, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা হাজী আবদুল কাদের, রোকনউদ্দৌলা, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, আবদুল হালিম, মো. ফোরকান, ইকবাল মনসুর, আবুল হোসেন, মো. শামসু, আবদুল হামিদ, মো. আলমগীর, জাহাঙ্গীর আলম, মো. শাহজাহান, গিয়াস উদ্দিন, ইসমাইল হোসেন লেদু, আমিন উল্লাহ, শামিমা নাসরিন, মো. সোহেল, মো. রায়হান, দুলাল সওদাগর, মো. শাহজাহান, মো. সাজ্জাদ, মো. জাহেদ, নেজাম উদ্দিন, মো. আউয়াল, মো. রিয়াজ, মো. রিদোয়ান, ইমাম হোসেন, সাহাবউদ্দিন, মো. রাসেদ, মো. জনি, মো. তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল