বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে- একাংশ) সভাপতি পদে আলতাফ মাহমুদ ও মহাসচিব পদে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে জাফর ওয়াজেদ, কোষাধক্ষ পদে আতাউর রহমান, যুগ্ম সম্পাদক অমিয় ঘটক পুলক, নির্বাহী সদস্য পদে সৈয়দ ইসতিয়াক রেজা, স্বপন দাশ গুপ্ত, মফিদা আকবর ও শফিউদ্দিন আহমেদ বিটু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক আবু তাহের।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন