রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া হিন্দুপাড়া এলাকায় একটি টিনশেড বাড়ি থেকে আয়শা খাতুন (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের এ তথ্য জানান।
তিনি আরও জানান, বেলা ৩টার দিকে কিশোরী আয়শাকে তার ঘরের ধর্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত আয়শা স্থানীয় একটি স্কুলের জেএসসি পরীক্ষা দিচ্ছিলো। তার বাবার নাম বেলাল হোসেন।
তবে তার এই রহস্যজনক মৃত্যুর কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন