দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী আর নেই(ইন্না লিল্লাহি...রাজিউন)। শনিবার দিবাগত ১২টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
এদিকে, শনিবার দিবাগত রাতেই রাজধানীর মগবাজারের কুইন্স গার্ডেন চত্বরে তার প্রথম নামাজে জানাজা শেষে লাশ খুলনার উদ্দেশ্যে নিয়ে রওয়ানা দেয়া হয়।
জানা গেছে, লিয়াকত আলী গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। এছাড়া বিগত প্রায় ছয় মাস ধরে তার সহধর্মীনী ও পূর্বাঞ্চলের ব্যবস্থাপনা সম্পাদক বেগম ফেরদৌসী আলীর চিকিৎসাজনিত কাজে সময় পার করছিলেন। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বেগম ফেরদৌসী আলীর চিকিৎসাজনিত কারনে আলহাজ্ব লিয়াকত আলী ছিলেন মানসিক চাপে বিপর্যস্ত। গতরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। রাত ১২টায় সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার সকালে আলহাজ্ব লিয়াকত আলীর মরদেহ খুলনা এসে পৌঁছলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে। আমেরিকায় প্রবাসী মরহুমের একমাত্র ছেলে মোহাম্মদ আলী সনিসহ মেয়ে ও অন্যান্য আত্মীয়-স্বজন দেশে আসার পর জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৫/মাহবুব