চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মদ, ইয়াবা ও স্বর্ণসহ ৮২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে নিয়মিত মামলায় ১৬ জন এবং সাজা পরোয়ানামূলে ৬৬ জন আসামি রয়েছে।
শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার রাউজান থেকে ১০ লিটার, মিরসরাই থেকে ১৯ লিটার, হাটহাজারী ৩৬ লিটার, বোয়ালখালী ২০ লিটার ও জোড়ারগঞ্জ থেকে ১০ লিটার মদ উদ্ধার করা হয়। অভিযানে লোহাগাড়া থেকে ১৮৫৪ পিস ও সাতকানিয়া ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া পটিয়া উপজেলা থেকে ২৮০ গ্রাম ও সাতকানিয়া থেকে ২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে জোড়ারগঞ্জ থেকে চারটি সোনার বারও উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৫/মাহবুব