রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি কর্পোরেশনের অভিযানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় একজন শ্রমিক আহত হন।
রবিবার দুপুরে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়কে এলোপাতাড়ি ফেলে রাখা ট্রাক ও অবৈধ স্থাপনা সরাতে গেলে শ্রমিকরা বাধা দেয়। এসময় শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ লাঠিপেটা ও টিয়ার শেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ বাঁধে। এ সময় জসিম উদ্দিন (৪০) নামে একজন শ্রমিক আহত হন।
বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৫/ রশিদা