চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, আমি কোনো আমলাকে ইতিবাচক মানসিকতায় দেখি না। ছোটকালে পড়েছিলাম আমলাতান্ত্রিক জটিলতার কথা। এখন দায়িত্বপালনকালে তা পরতে পরতে অনুভব করছি। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়ে যাচ্ছেন, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে কাজগুলো দ্রুত করা হচ্ছে। অনেক উন্নয়ন কাজেই আমলাতান্ত্রিক জটিলতা এখন অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, নগর ভবন তৈরিতে ব্যাংক ১০০ কোটি টাকা ঋণ দিতে প্রস্তুত। এটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাই। সেখান থেকে যায় অর্থ মন্ত্রণালয়ে। প্রায় পাঁচ মাস ধরে আমাদের সঙ্গে মন্ত্রণালয়ের চিঠি চালাচালি হয়। কিন্তু দীর্ঘদিন সে ব্যাপারে কিছু জানালো না। সম্প্রতি আবার যোগাযোগ করলে চিঠি দিয়ে জানতে চাইল, ঋণের এ টাকা কোথায় কোথায় ব্যয় হবে। এ যেনো রামায়ণ-সীতা গল্পের মত।
শুক্রবার সকাল ১১টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিজ্ঞতার কথা বলেন।
সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে মূখ্য আলোচক ছিলেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুচিন্তা বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।
সুচিন্ত বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ড. মো. আশরাফুল ইসলাম সজিবের সভাপতিত্বে ও সদস্য জিন্নাত সোহানা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আকরাম খান, রোটারি চট্টগ্রামের প্রেসিডেন্ট স্থপতি আশিক ইমরান, সংগঠনের যুগ্ম সমন্বয়ক আবুল হাসনাত বেলাল, কার্যকরী সদস্য দেবাশীষ পাল দেবু, চৌধুরী জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আবু হাসনাত চৌধুরী, আবু বশর, সরফরাজ নেওয়াজ খান রবিন, ডা. হোসেন আহমেদ, মোহাম্মদ বোখারি আজম প্রমুখ।
আ জ ম নাছির বলেন, আমলাদের ইতিবাচক চিন্তা করতে দেখা যায় না। যত বিলম্ব, যত প্যাঁচানোই যেনো তাদের কাজ। আমি চসিকের আমলাদের বলি, উন্নয়ন ও জনসেবামূলক কাজ যত সহজ এবং কম সময়ে শেষ করা যায় সেভাবেই যেন কাজ করা হয়।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন