রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, জলবায়ু পরিবর্তনে পরিবেশ ও ফসলের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এই প্রভাব মোকাবেলায় আমাদের এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
শনিবার সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত কনফারেন্স রুমে আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউআইএমসিসি) প্রকল্পের আওতায় ছাগল পালন প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, গরীব মানুষের আর্থিক স্বচ্ছলতার জন্য ছাগল প্রদান করার উদ্যোগ প্রশংসনীয়। তবে এটি আরও বড় পরিসরে করার আহ্বান জানাই।
সচেতন'র নির্বাহী পরিচালক হাসিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, কাউন্সিলর নজরুল ইসলাম, সচিব রেজাউল করিম প্রমুখ।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত