সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চালকদের রং সাইডে গাড়ি নিয়ে প্রবেশের কারণে সড়কে যানজট হয়েছে। আশা করছি, দুপুরের পর টাঙ্গাইল মহাসড়কে পরিস্থিতির উন্নতি হবে।
রাজধানীর সায়েদাবাদে ও জনপথ মোড়ে ঈদযাত্রা নিয়ে আলাপকালে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট ছাড়া সামগ্রিক ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক। এই পথে ঈদযাত্রায় যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাতে হয়েছে। এ জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা