সাবেক তিনজন বিচারপতির তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ নির্দোষ প্রমাণিত হয়েছেন বলে দাবি করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিন বিচারপতি হলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি নিজামুল হক নাসিম।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে শাহরিয়ার কবির বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে আমরা গত বছরই ওই তিন বিচারপতিকে নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করি। কমিশন তদন্তের স্বার্থে তুরিন আফরোজসহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে ৩ বিচারপতি কয়েকটি সিদ্ধান্তে উপনীত হন। সেই সব সিদ্ধান্তগুলোর মধ্যে আছে, ২৫ কোটি টাকার যে অভিযোগ করা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন। তুরিন আফরোজ এমন কোনো কাজই করেননি, তুরিন আফরোজ একজন প্রসিকিউটর হিসেবে আসামির সাথে দেখা করতে পারেন কি পারেন না বলে যে প্রশ্নটি উঠেছে এই বিষয়ে বিচারপতিগণ এই সিদ্ধান্তে তারা উপনীত হন যে, এই আইনের মধ্যে অর্থাৎ ১৯৭৩ সালের আমাদের যে ট্রাইব্যুনালের আইন সেই আইন অনুযায়ী একজন প্রসিকিউটরের আসামির সঙ্গে দেখা করবার অধিকার রয়েছে। এটি আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই দুটি বিষয়ে তারা তুরিন আফরোজকে নির্দোষ পেয়েছেন।
শাহরিয়ার কবির বলেন, তুরিন আফরোজ একটি ভুল করেছেন। তিনি যদি চীফ প্রসিকিউটরের সম্মতি নিয়ে আসামির সাথে দেখা করতে যেতেন তাহলে ভালো হতো। আমাদের কমিশন পর্যবেক্ষণে বলেছেন, ভবিষ্যতে তিনি এই ধরনের কাজে গেলে যেন চীফ প্রসিকিউটরের সম্মতি নিয়ে দেখা করেন।
গত ১১ নভেম্বর ‘শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের’ দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করেছে সরকার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন