রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ডাকাতিসহ হত্যার ঘটনায় ছয় জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, বিমানবন্দর থানা এলাকায় একটি ডাকাতি ও হত্যা মামলার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন