বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, ‘রাজাকাররা আওয়ামী লীগ করলে বিরাট মুক্তিযোদ্ধা, আর না করলে রাজাকার। তাই তারা জিয়াউর রহমানের খেতাব বাতিল করতে চায়। আর কিছুদিন পর তারা বলবে, জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিকই নয়। তারা নাগরিকত্ব বাতিল করবে, এটা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।’
গতকাল শনিবার বিকেলে খুলনা নগরীর কে ডি ঘোষ রোডে দলের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে অন্য বক্তারা বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। এ কারণে খুলনার মহাসমাবেশের অনুমতি দেয়নি। তারা গণতন্ত্রকে ভয় পায়। সব সিটির ভোট চুরি প্রকাশ্য হয়ে যাবে বলে এখানকার আওয়ামী লীগ নেতারাও জনসভা চাননি। এতে জনগণের কাছে তাদের সব অপরাধ উন্মোচিত হয়ে যাবে। তারা সার্বভৌমত্ব, গণতন্ত্র হরণ করে নিকৃষ্টতম দেশে পরিণত করেছেন। তাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা