১ আগস্ট, ২০২১ ১২:৪২
‘হাইওয়ে হেডকোয়ার্টার থেকে নির্দেশনা এলেই গণপরিবহন বন্ধে তৎপর হবে পুলিশ’

চাপ নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

চাপ নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ও গাড়ির কোনো চাপ নেই

রপ্তানিমুখী শিল্প কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে স্বল্প সময়ের জন্য গণপরিবহন চালু করে দিয়েছে সরকার। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ও গাড়ির কোনো চাপ নেই। 

আজ রবিবার সকালে সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড মোড়ে সরেজমিন দেখা যায়, অধিকাংশ বাস কাউন্টার বন্ধ রয়েছে। কিছু কাউন্টার খোলা থাকলেও কর্মীরা বসে অলস সময় কাটাচ্ছেন। বাসের হেলপাররা হাঁকডাক করলেও যাত্রী পাচ্ছেন না। তাছাড়া যাত্রীদেরও কোনো ভিড় দেখা যায়নি। 

শিমরাইল মোড়ে চট্টগ্রামগামী লিমন পরিবহনের হেলপার রুহুল আমিন বলেন, ‘কম সময়ের জন্য বাস চালু হইছে। তেমন যাত্রী নাই। দেখতেই পারতাছেন, কতোক্ষণ ধইরা ডাকতাছি, যাত্রী পাইতাছি না।’ 

সাইনবোর্ড মোড়ে ঈশিতা পরিবহনের চালক রবিউল ইসলাম জানান, ‘বেশিরভাগ যাত্রী এখন ঢাকামুখী। কারণ, সবাই চাকরির জন্য ঢাকায় আইতাছে।’ 

শিমরাইল মোড়ে মনোহরদী পরিবহনের হেলপার হাসানুল হক বলেন, ‘অনেক সময় ধইরা বইয়া আছি। আজকে ডাকাডাকি কইরাও যাত্রী পাইতাছি না।’ 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘রাস্তাঘাট ফাঁকা। হাইওয়ে হেডকোয়ার্টার থেকে নির্দেশনা এলেই গণপরিবহন বন্ধে পুলিশ তৎপর হবে।’ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর