রাজধানীর খিলক্ষেত বিশ্বরোডে প্রাইভেটকারের ধাক্কায় রাশেদুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সুমি আক্তার (২৩) ও দুই বছরের ছেলে আহমেদ ইসলাম শুভ।
এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। বুধবার (১২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাবিব জানান, রাতে বিশ্বরোড গল্ফ ক্লাব সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পরিবারটির তিনজন। এ সময় বিমানবন্দরগামী একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের ওপর উঠে যায়। তখন পথচারীরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এসআই আরও জানান, তারা ফুটপাত না ব্যবহার করে ফাঁকা রাস্তার এক পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। আর দ্রুতগতির প্রাইভেটকারটি রাস্তার আরও কয়েকটি লেন রেখে এক পাশে চেপে তাদের ওপর উঠিয়ে দেয়। ঘটনার পরপরই চালক প্রাইভেটকার নিয়ে পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। তার স্ত্রী ও সন্তান হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/হিমেল