১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:১৯

গুলশানে ভবনে আগুন : একজনের মৃত্যু, ৭ জনকে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

গুলশানে ভবনে আগুন : একজনের মৃত্যু, ৭ জনকে জীবিত উদ্ধার

রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার একটি ভবনের সাততলায় লাগা আগুন নেভাতে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। আজ রবিবারের এঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে এখনো নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে বনানী ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্সে করে ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়। ওই ক্লিনিকের কাস্টমার কেয়ারের ইনচার্জ আশিষ বিশ্বাস গণমাধ্যমকে জানান, আগুনের সংবাদ পেয়ে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিসের লোকজন ব্যাগে ভরে এক ব্যক্তির মরদেহ আমাদের মাধ্যমে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।

এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার গণমাধ্যমকে জানান, গুলশানে ভবনে লাগা আগুন এখনো নেভেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা ১৯টি ইউনিট নিয়ে কাজ করে যাচ্ছে। আগুন লাগার পর ওই ভবনে আটকে থাকা চার নারী ও তিনজন পুরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।  

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর