রাজধানীতে বনানী কাকলি তিন রাস্তার মোড়ে ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষে ট্রাকচালক লিটন ভাওয়াল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
লিটনকে হাসপাতালে নিয়ে আসা ট্রাক মালিক মেহেদী হাসান (সবুজ) গণমাধ্যমকে জানান, রাতে বনানী কাকলি তিন রাস্তা মোড় এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। পরে আমরা খবর পেয়ে লিটনেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ