হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি রেজাউল হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ১টার দিকে গুলশান থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানার একটি টিম।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান।
বিডি প্রতিনিধি/জুনাইদ