বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

কম্বোডিয়া সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল দেশটির বাণিজ্যমন্ত্রী প্যান সোরাসাকের সঙ্গে এক বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন। আগামী জুনে এই চুক্তি স্বাক্ষরের জন্য কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় নমপেন হোটেলে গতকাল সকালে দুই বাণিজ্যমন্ত্রীর এই বৈঠকটি হয়। পরে বাণিজ্যমন্ত্রী কম্বোডিয়ার ফোম প্যান হোটেলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ট্রেড, ফাইনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট অব গ্লোবাল ভেল্যু চেইন শীর্ষক কর্মশালাটির উদ্বোধন করেন। দুই মন্ত্রীর বৈঠকে তোফায়েল আহমেদ বলেন, কম্বোডিয়ার সঙ্গে বাংলাদেশে বিপুল বাণিজ্য সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ কম্বোডিয়া বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলে উভয় দেশ লাভবান হবে। বাণিজ্যমন্ত্রী ২০১৭ সাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কম্বোডিয়া সফরের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ-কম্বোডিয়ার মধ্যে একটি চুক্তি এবং ৯টি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

উল্লিখিত চুক্তি এবং সমঝোতা স্মারকগুলো যথাযথ কাজে লাগিয়ে উভয় দেশ উপকৃত হতে পারে। 

কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের ব্যবসায়ীদের কম্বোডিয়ায় বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, কম্বোডিয়ায় উৎপাদিত কাসাডো থেকে উন্নতমানের ওষুধ (ক্যাপসুল) তৈরি করা সম্ভব। ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবে এগুলো ব্যবহার করে অতি অল্প খরচে উন্নমানের ওষুধ উৎপাদন করা সম্ভব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর