সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সড়কে শৃঙ্খলা আনতে চট্টগ্রামে ৪২ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয় সড়কে শৃঙ্খলা আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছে। গতকাল বিভিন্ন অপরাধে ৪২টি মামলা, ৯৮ হাজার ৫০ টাকা জরিমানা ও ৫টি গাড়ি ডাম্পিং করা হয়। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এবং জিয়াউল হক মীর নগরের শেরশাহ মোড়ে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। গত ৩০ আগস্ট এ অভিযান শুরু হয়। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহন ও চালকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তবে কেবল অভিযান নয়, চালক-যাত্রীদের মধ্যেও সড়ক ব্যবহারে যথেষ্ট সতর্ক হওয়া উচিত।’ জানা যায়, বিআরটিএ অভিযানে ত্রুটিপূর্ণ যানবাহন, ডকুমেন্ট না থাকা, অপ্রাপ্ত বয়স্ক চালক, চলাচল অনুপযোগী, হেলমেট না পরা, অতিরিক্ত যাত্রী বহন, ট্যাক্স টোকেন ও ইন্স্যুরেন্স না থাকা, সিটবেল্ট না বাঁধা, ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়িতে অনুমোদনহীন সংযোজন-বিয়োজন, বাম্পার সংযোজনসহ নানা অভিযোগে মামলা ও জরিমানা করা হচ্ছে। অভিযানে ত্রুটিমুক্ত গাড়ির চালককে চকলেট ও ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর