শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে কোটি টাকার টেন্ডারবাজি, যুবলীগ নেতাসহ আটক ১৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোটি টাকার টেন্ডার নিয়ে গতকাল চট্টগ্রামের গণপূর্ত ভবনে যুবলীগ-ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে যুবলীগ নেতাসহ ১৫ জনকে আটক করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, সিএমপির ভবন তৈরির ঠিকাদারি কাজ নিয়ে গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের ঠিকাদারদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ সময় ১৫ জনকে গ্রেফতার করে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ভবন নির্মাণ কাজের ঠিকাদারি পেয়েছেন মোস্তফা কামাল টিপু নামে নগরের পাঠানটুলি এলাকার যুবলীগের এক নেতা। গতকাল দুপুরে টিপু অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে যান। এ সময় বাইরে টিপু গ্রুপ ও অন্য একটি গ্রুপ অবস্থান করছিল। বেলা ১টার দিকে বাইরে থেকে একটি গ্রুপ স্লোগান দিতে দিতে সিজিএস বিল্ডিংয়ের ভিতরের দোতলায় উঠে যায়। সেখানে পাল্টাপাল্টি স্লোগান ও মহড়ায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর