সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

রংপুরে অফিস খুললেও সবকিছু ঢিলেঢালা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সাধারণ ছুটি শেষে রংপুরে অফিস খুললেও সবকিছু ছিল ঢিলেঢালাভাবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চললেও অফিসে কাজকর্ম ছিল না বললেই চলে। রোববার নগরীর বেশকটি অফিস ঘুরে দেখা গেছে এ দৃশ্য। নগরীর সকারি অফিসগুলো খুললেও গুটিকয়েক কর্মকর্তা-কর্মচারী ছাড়া জরুরি কাজের প্রত্যাশীর সংখ্যা ছিল শূন্যের কোঠায়। সামাজিক দূরত্ব বজায় রেখে খোশ গল্পে কেটেছে অফিস খোলার প্রথম দিনটি। এদিকে আজ থেকে রংপুরে বাস চলাচল করবে। গতকাল দুপুরে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, রংপুর জেলা মোটর মালিক সমিতি ও রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গণপরিবহন চলাচলে কঠোর নির্দেশনা দেওয়া  হয়েছে। সভায় বলা হয়, শুধু ঢাকা মহাসড়কে সরাসরি বাস চলাচল করবে।

 কোনো স্থানে বাস থামবে না। জেলা পর্যায়ে লোকাল বাস চলাচল বন্ধ। গাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি সিটে একজন করে যাত্রী বসবে, যদি একই পরিবারের লোক হয় তবে সিটে দুজন যাত্রী বসতে পারবে। গাড়িতে জীবাণুনাশক ¯স্প্রে ব্যবহার করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর