বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
ব্যাংক কর্মকর্তা হত্যা

আদালতে আত্মসমর্পণ সেই অটোচালকের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ হত্যা মামলার প্রধান আসামি সিএনজি অটোরিকশা চালক নোমান হাছনুর আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল বেলা ১১টায় সিলেট মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। পুলিশ নোমানের সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। তবে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে। হাছনুর সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে। ইতিমধ্যে পুলিশ তার অটোরিকশাও জব্দ করেছে। গত শনিবার সিলেট মহানগরের কোর্ট পয়েন্ট এলাকায় ভাড়া নিয়ে বাগ্বিতন্ডার জেরে অটোরিকশা চালক নোমান হাছনুর ও তার সহযোগীরা ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে মারধর করেন।

গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেলে নিয়ে গেলে কিছু সময় পর তার মৃত্যু হয়। নিহত মওদুদ সিলেটের জৈন্তাপুর উপজেলার অগ্রণী ব্যাংকের হরিপুর গ্যাস ফিল্ড শাখার কর্মকর্তা। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। এ ঘটনায় মওদুদের বড় ভাই আবদুল ওয়াদুদ কোতোয়ালি থানায় অটোরিকশাচালক নোমান হাছনুরের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর