রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে ৫০ টাকার উন্নয়ন ফি বাতিল করা হয়েছে।
ছাত্র প্রতিনিধিদের দাবির পর এ সিদ্ধান্ত নেয় প্রাধ্যক্ষ পরিষদ। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আশিয়ারা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হল সংসদ প্রতিনিধিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০ টাকার উন্নয়ন ফি বাতিল করা হয়েছে। এতে সব হলের প্রাধ্যক্ষরা সম্মত হয়েছেন। এখন থেকে এই ফি আর নেওয়া হবে না।
এর আগে উন্নয়ন ফির নামে ৫০ টাকা প্রদান বাতিল চেয়ে হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন হল ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। এতে প্রত্যেক হলের ভিপিরা উপস্থিত ছিলেন।