মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা
মানহানি মামলা

প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদকসহ তিনজনকে সমন জারি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং পত্রিকাটির এক প্রতিবেদকসহ তিনজনের বিরুদ্ধে রবিবার ৫ কোটি টাকার মানহানির মামলা করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার (ঝিনাইদহ-৪)। ঝিনাইদহের কালীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। অন্য দুই আসামি হলেন প্রথম আলোর ঝিনাইদহ নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান ও কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। ভার্চুয়াল আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের সমন জারি করেছে। শুনানি ২০ সেপ্টেম্বর। বাদী কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম এমপি আদালতে অভিযোগ করেন, ৬ আগস্ট দৈনিক প্রথম আলো ‘মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়ে সাংসদের আপত্তি, ১৪ মাস বেতন বন্ধ শিক্ষকদের’ শিরোনামে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। এতে বাদীর ৫ কোটি টাকার মানহানি হয়েছে। তথ্য যাচাই-বাছাই না করেই তার রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে বিবাদীরা এহেন সংবাদ প্রকাশ করেছেন। মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়, বাদী ২০১৮ সালের ২৭ আগস্ট থেকে ৩৫ মাস কলেজের সঙ্গে যুক্ত ছিলেন না।

 তাই অধ্যক্ষ মাহবুবুর রহমানকে কলেজ থেকে বের করে দেওয়া বা কলেজে প্রবেশে বাধা প্রদান করার খবরটি সত্য নয়। তা ছাড়া খবরে ২০ জনকে অবৈধভাবে নিয়োগ প্রদানের বিষয়টিও অসত্য।

সর্বশেষ খবর