শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

নানা বঙ্গবন্ধুর সঙ্গে ছোটবেলার মজার স্মৃতিচারণ জয়ের

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ছোটবেলার কিছু স্মৃতিচারণা করেছেন তাঁর নাতি সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ  জয় গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শিশুকালে নানার সঙ্গে একটি ঘটনার স্মৃতিচারণা করেছেন। এতে জয় বলেছেন, নানা বঙ্গবন্ধুর সঙ্গে খুব বেশি স্মৃতি তার মনে নেই। তবে একটি মজার ঘটনা এখনো তিনি ভুলতে পারেননি। সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘আমার নানা বঙ্গবন্ধুর সঙ্গে খুব বেশি স্মৃতি আমার মনে নেই। তবে একটা মজার ঘটনা এখনো আমার মনে পড়ে। এক দিন আমি অনেক জিদ ধরলাম নানার কাছে, তাঁর পাইপে আমি একবার হলেও ফুঁ দিতে চাই। আমার নাছোড়বান্দা মনোভাব দেখে নানাও একসময় বাধ্য হলেন। এরপর যা ঘটল তার জন্য আমি আসলে ওই ছোট বয়সে প্রস্তুত ছিলাম না। ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গেই অনবরত কাশি দিতেই থাকলাম, যেন নিঃশ্বাস নিতে গেলেই কাশি চলে আসছে। আর সেই অবস্থা দেখে নানি প্রচ- রেগে গেলেন দুইজনের উপর! তিনি আরও রেগে গেলেন অন্যদিকে নানার সেই চিরাচরিত মুখভরা হাসি দেখে, সে হাসি যেন তাঁর থামছেই না।’    সজীব ওয়াজেদ জয় বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে আমাদের হাসিখুশি দিনগুলো খুব নির্মমভাবে শেষ হয়ে যায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে। তারপর থেকেই আপনারা সবাই জানেন, আমাদের পরিবারের বেঁচে যাওয়া অল্প কয়েকজন সদস্য বিশেষ করে আমার মা, বাবা আর খালা জীবনের সঙ্গে যুদ্ধ করেছেন দীর্ঘ সময়। এরপর বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমার নানা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সেই সংগ্রাম পরিচালনার দায়িত্বভার চলে আসে আমার মায়ের কাঁধে। পরিবারের সবাই আমাদের জায়গা থেকে আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করে যাচ্ছি সেই স্বপ্ন বাস্তবায়নে।’ তিনি আরও লিখেছেন, ‘বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশের জন্য, মানুষের জন্য তাঁর ভাবনাগুলোর কথাই বারবার মনে পড়ছে।

২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করবই। শুভ জন্মদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির হƒদয়ে আপনি বেঁচে থাকবেন চিরকাল।’ পোস্টের শেষে জাতীয় স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে লেখা শেষ করেছেন সজীব ওয়াজেদ জয়।

সর্বশেষ খবর