শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আত্মশুদ্ধি না থাকায় সমাজে অপরাধ হচ্ছে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, মানুষের মধ্যে আত্মশুদ্ধি ও তাকওয়া না থাকায় সমাজে নানা অপরাধ হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর ভাটারায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ওলামা ইসলাহী মজলিসে একথা বলেন তিনি। পীর চরমোনাই আরও বলেন, নৈতিক অবক্ষয় রোধ ও চারিত্রিক অধঃপতন থেকে বাঁচতে আত্মশুদ্ধির বিকল্প নেই। আত্মশুদ্ধির জন্য সাদেকীন বান্দাদের সোহবত ও মুজাহাদা জরুরি। দুনিয়াবী শান্তি ও পরকালীন আজাব থেকে মুক্তি পেতে পরিশুদ্ধ কলব (অন্তর) গঠনে চেষ্টা চালিয়ে যেতে হবে। আলেম-গাইরে আলেম সবার জন্যই পরিশুদ্ধ কলব প্রয়োজন। তিনি বলেন, আমাদের নিয়মিত ইসলাহে নফসের মেহনত ও মুজাহাদা চালিয়ে যেতে হবে। ওলামা ইসলাহী মজলিসে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর