মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

যানজটে নাকাল চট্টগ্রাম

যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠা-নামায় দুর্ভোগ

ইমরান এমি, চট্টগ্রাম

যানজটে নাকাল চট্টগ্রাম

ঈদকে সামনে রেখে নগরের যানজট নিরসনে নানা পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাফিক বিভাগ। তারপরও যানজট থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। বিশেষ করে ট্রাফিক দক্ষিণ বিভাগের এলাকাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা। ঈদকে ঘিরে এ এলাকা সব সময় থাকে জমজমাট। কিন্তু ট্রাফিক পুলিশে শৃঙ্খলা না থাকার কারণে উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখছে না। যানজট লেগে আছে শহরের প্রবেশমুখেও। তবে এর মূল কারণ অবৈধ যানবাহন ও শৃঙ্খলাহীন ট্রাফিক ব্যবস্থাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের টিআই (অ্যাডমিন প্রশাসন) অনিল বিকাশ চাকমা বলেন, যানজট নিরসনের আমরা প্রতিটি মোড়ে এবং মার্কেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এখন রাত ১২টা পর্যন্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। এ ছাড়া আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা আদায় করছি। এরপরও অনেকে আছেন যারা লাইন পরিচালনা করছেন আরেক পক্ষ তা সহ্য করে না। যার সহ্য হয় না সে নানা কথা বলে বিভ্রান্তি করে এবং পুলিশের নাম বিক্রি করে। কোনো অবৈধ গাড়ি এখন চলতে পারবে না। অক্সিজেন মোড়ের ট্রাফিক সাজেন্ট আলমগীর হোসেন বলেন, যানজট নিরসনে নিয়মিত অভিযান পরিচালনা করছি। প্রতি মাসে ১৫০-২০০ গাড়িকে জরিমানা করছি। যারা জরিমানা করছি তারা অপপ্রচার চালাচ্ছে। সরেজমিন দেখা যায়, অক্সিজেন মোড় এলাকায় সব সময় যানজট লেগেই থাকে। সড়ক আর ফুটপাত দখল করে থাকে অবৈধ যানবাহন ও যাত্রীবাহী বাস। দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর টিআই আলমগীর হোসেনের নেতৃত্বে অবৈধ যানবাহনগুলো চলছে দাপটের সঙ্গে- এমন অভিযোগ স্থানীয়দের। মুরাদপুর থেকে কোতোয়ালি চলাচল করা গাড়িপ্রধান সড়কের সিংহভাগ অংশ দখল করে স্টেশন বানিয়ে যাত্রী তুলছে। নগরের বহদ্দারহাট এখলাস মিয়া স্কুলের মোড় ও পুলিশ বক্স ঘিরে সড়কের পুরো অংশ দখল করে রাখে তিন চাকার টিকটিকি টেম্পো চালকরা। ফলে সব সময় এ মোড়ে যানজট লেগেই থাকে। ঈদকে ঘিরে শহরমুখী দক্ষিণ চট্টগ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করেন। একইভাবে নগরের নিউ মার্কেট, জিপিও মোড় ও কোতোয়ালি মোড়ের প্রদান সড়ক দখল করে অবৈধ পার্কিং গড়ে তুলেছেন চালকরা। এসব অবৈধ স্টেশন ঘিরে রমরমা চাঁদাবাজির কারণে নীরব থাকেন সংশ্লিষ্টরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর