ঈদকে সামনে রেখে নগরের যানজট নিরসনে নানা পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাফিক বিভাগ। তারপরও যানজট থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। বিশেষ করে ট্রাফিক দক্ষিণ বিভাগের এলাকাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা। ঈদকে ঘিরে এ এলাকা সব সময় থাকে জমজমাট। কিন্তু ট্রাফিক পুলিশে শৃঙ্খলা না থাকার কারণে উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখছে না। যানজট লেগে আছে শহরের প্রবেশমুখেও। তবে এর মূল কারণ অবৈধ যানবাহন ও শৃঙ্খলাহীন ট্রাফিক ব্যবস্থাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের টিআই (অ্যাডমিন প্রশাসন) অনিল বিকাশ চাকমা বলেন, যানজট নিরসনের আমরা প্রতিটি মোড়ে এবং মার্কেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এখন রাত ১২টা পর্যন্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। এ ছাড়া আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা আদায় করছি। এরপরও অনেকে আছেন যারা লাইন পরিচালনা করছেন আরেক পক্ষ তা সহ্য করে না। যার সহ্য হয় না সে নানা কথা বলে বিভ্রান্তি করে এবং পুলিশের নাম বিক্রি করে। কোনো অবৈধ গাড়ি এখন চলতে পারবে না। অক্সিজেন মোড়ের ট্রাফিক সাজেন্ট আলমগীর হোসেন বলেন, যানজট নিরসনে নিয়মিত অভিযান পরিচালনা করছি। প্রতি মাসে ১৫০-২০০ গাড়িকে জরিমানা করছি। যারা জরিমানা করছি তারা অপপ্রচার চালাচ্ছে। সরেজমিন দেখা যায়, অক্সিজেন মোড় এলাকায় সব সময় যানজট লেগেই থাকে। সড়ক আর ফুটপাত দখল করে থাকে অবৈধ যানবাহন ও যাত্রীবাহী বাস। দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর টিআই আলমগীর হোসেনের নেতৃত্বে অবৈধ যানবাহনগুলো চলছে দাপটের সঙ্গে- এমন অভিযোগ স্থানীয়দের। মুরাদপুর থেকে কোতোয়ালি চলাচল করা গাড়িপ্রধান সড়কের সিংহভাগ অংশ দখল করে স্টেশন বানিয়ে যাত্রী তুলছে। নগরের বহদ্দারহাট এখলাস মিয়া স্কুলের মোড় ও পুলিশ বক্স ঘিরে সড়কের পুরো অংশ দখল করে রাখে তিন চাকার টিকটিকি টেম্পো চালকরা। ফলে সব সময় এ মোড়ে যানজট লেগেই থাকে। ঈদকে ঘিরে শহরমুখী দক্ষিণ চট্টগ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করেন। একইভাবে নগরের নিউ মার্কেট, জিপিও মোড় ও কোতোয়ালি মোড়ের প্রদান সড়ক দখল করে অবৈধ পার্কিং গড়ে তুলেছেন চালকরা। এসব অবৈধ স্টেশন ঘিরে রমরমা চাঁদাবাজির কারণে নীরব থাকেন সংশ্লিষ্টরা।
শিরোনাম
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
যানজটে নাকাল চট্টগ্রাম
যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠা-নামায় দুর্ভোগ
ইমরান এমি, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর